|
সত্যটা এখানে-ই…লেখক ও সাংবাদিক-এস এম আওলাদ হোসেন।
|
|
সময় নিউজ বিডিঃ ইনিয়ে বিনিয়ে কথা বলে কারো কাছে ভাল হবার অভ্যাস আমার নেই।
কথা বলি সোজা-সাপটা।
কেউ ভাল/মন্দ জানলে আমার কিছু যায় আসে না।
কারণ আমার জীবন-খাতায় লাভের অংশ নেই বললেই চলে।
সত্যটা এখানেই যে আমি কাউকে ঠকাইনি বরং ঠকেছি হাসিমুখে।
অন্যায়কে ন্যায় বলে কাউকে খুশি করিনি বরং অন্যায়কে অন্যায় বলে শত্রুতা তৈরি করেছি।
হুমকি-ধমকী,এমন কি মৃত্যুর মুখোমুখি হয়েছি বহুবার। আমার মধ্যে স্বার্থপরায়তা তৈরি হতে দেইনি কখনও।
আমি মহান স্রষ্টার অসীম রহমতের আশায় ধৈর্যের সাথে পথ চলছি।……এস এম আওলাদ হোসেন।
|
