|
পটুয়াখালী’তে রাতের আধারে ডাকাতি, ধাওয়া দিয়ে দুই ডাকাতকে আটক গণপিটুনিতে ১জনের মৃত্যু।
মু,হেলাল আহম্মেদ(রিপন)
|
|
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালীর বাউফলে রাতের আধারে দুই বাসায় ডাকাতি করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে পালানোর সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।এসময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অদ্য রবিবার (২৪ আগস্ট) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আটক দুই ডাকাতকে পুলিশ থানার হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসা দেয়ার সময় ১ জনের মৃত্যু। এ ব্যপারে স্থানীয় জনসাধারণ জানান, কাশিপুর বাসিন্দা খলিল হাওলাদার ও আজাহার জমাদ্দারের বসতঘড়ে গভীর রাতে হানা দেয় একদলডাকাত। প্রথমে বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলকে। এসময় ডাকাত দলের দুজনকে আটক করে ঘটনাস্থলেই। কিন্তু দলের অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটক দুই ডাকাতকে গণপিটুনির তোপের মুখে পড়তে হয়। স্থানীয়রা তখন বেধরক মারধর করে সকালে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম দৈনিক বাংলাদেশ কন্ঠকে জানান, জনগণের হাতে আটক দুজনকে পুলিশ থানার হেফাজতে নেওয়া হয়েছে হাসপাতাল নেয়ার পথে ১ জনের মৃত্যু হয়েছে অপরজন চিকিৎসাধীন আছে। এ ঘটনার তদন্ত চলছে। এবং দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে বলে জানান। |
