|
বাগেরহাটের ৪ টি আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ
এম এম জাকীর হুসাইন
|
|
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
খাজা খানজাহান আলীর পূণ্যভূমি, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন ও অর্থনৈতিক সম্ভাবনার জেলা বাগেরহাটের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে রবিবার (২৪ আগস্ট) মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি এ কর্মসূচির ডাক দেয়। জেলার প্রবেশদ্বার মোল্লাহাট ব্রিজ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
টানা আট ঘণ্টার এ কর্মসূচিতে দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় পরিবহন পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে যাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহান।
আন্দোলনকারীরা বলেন, ঐতিহাসিক ও ভৌগলিক গুরুত্ব, সমৃদ্ধ জনসংখ্যা এবং বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন নিয়ে বাগেরহাট জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমৃদ্ধ একটি জেলা। খাজা খানজাহান আলীর পূণ্যভূমি বাগেরহাট দেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতিতে অনন্য অবদান রেখেছে। পাশাপাশি চিংড়ি চাষ, পান চাষ ও সুপারি চাষের মাধ্যমে এ জেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
তারপরও আসন সংকোচনের সিদ্ধান্ত গ্রহণ জেলার মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করছে। তারা স্পষ্ট জানিয়ে দেন—অবিলম্বে ৪ আসন পুনর্বহাল না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধ চলাকালে পুলিশ নিরাপত্তা জোরদার করলেও সার্বিকভাবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী সরদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা নিজাম উদ্দিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
|
