|
কাশিয়ানীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জঃগোপালগঞ্জের কাশিয়ানীতে ১০০ পিস ইয়াবাসহ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া শাহাদাত শেখের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিণপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে। সে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া শাহাদাত শেখের বাড়িতে ভাড়া থাকতেন।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর আলম মিয়া জানান, সুমন লস্কার কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা গ্রামের শাহাদাত শেখের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। সেখান থেকেই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুমন মাদক কেনা-বেচা করছেন। সঙ্গে সঙ্গে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুমন লস্কারকে আটক করি। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
|
