|
একমাত্র আবুল হাসনাতই কিনেছেন আ. লীগের মনোনয়ন ফরম
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহ। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন গতকাল মঙ্গলবার পর্যন্ত ওই আসনে একমাত্র তিনিই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল-১ আসনের জন্য আবুল হাসনাত আবদুল্লাহর পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর মেজো ছেলে সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ এবং ছোট ছেলে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। গতকাল আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এসব তথ্য জানিয়েছেন। |
