|
আজ বিএনপির অষ্টম দফা অবরোধ, কাল হরতাল
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্ক: সারাদেশে আজ অষ্টম দফায় অবরোধের ডাক দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (২৯ নভেম্বর) দলটির অবরোধ, কাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতাল। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, ২৯ নভেম্বর বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলবে। আর ৩০ নভেম্বর বৃহস্পতিবার ডন টু ডাস্ক (সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত) হরতাল পালন করবে বিএনপি। এর আগে বিএনপি ঘোষিত সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধ মঙ্গলবার ভোর ছয়টায় শেষ হয়। রাজধানী ঢাকায় গত ২৮ অক্টোবর হামলা ও সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল হলে প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের পর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৩ দিন অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এরপর শুক্র ও শনিবার দুইদিন বিরতি দিয়ে ৫ নভেম্বর ও ৬ নভেম্বর অবরোধ এবং একদিনের বিরতি দিয়ে ৮ নভেম্বর ও ৯ নভেম্বর তৃতীয় দফার অবরোধ ডাকে বিএনপি। চতুর্থ দফায় বিএনপি ১২ নভেম্বর ও ১৩ নভেম্বর অবরোধ করে আগের শুক্রবার ও শনিবার দুদিন বিরতি দিয়ে। পঞ্চম দফায় ১৫ নভেম্বর বুধবার ও ১৬ নভেম্বর বৃহস্পতিবার অবরোধ করে। এরপর দুইদিন বাদ দিয়ে ১৯ নভেম্বর ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল পালন করে বিএনপি। তবে ২১ নভেম্বর বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ৪৮ ঘণ্টার অবরোধ করে বিএনপি। এরপর শুক্রবার ও শনিবার বাদ দিয়ে রবিবার (২৬ নভেম্বর) ও সোমবার (২৭ নভেম্বর) বিএনপি ঘোষিত সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হয় মঙ্গলবার ভোর ছয়টায়। এরপরই বুধবার অষ্টম দফার অবরোধ ডাকলেন রিজভী। |
