|
সাদিকের মনোনয়নপত্র বাতিল চেয়ে শামীমের আপিল
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল হয়েছে। সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদিকের আপিল করেছেন ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। সাদিকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) কার্যালয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে তার মনোনয়নপত্রের সমর্থনকারী কেবিএস আহমেদ এ আবেদন করেন। নিউইয়র্কের ভোটার হিসেবে সেখানকার ওয়েবসাইট থেকে সাদিক আব্দুল্লাহর তথ্যও যুক্ত করা হয় আপিল আবেদনে। জানাগেছে, আপিলে সাদিকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছে। আপিলে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির নাগরিক তিনি। ভোটার তালিকায় তার নাম সেরনিয়াবাত এস আব্দুল্লাহ উল্লেখ রয়েছে। তার ভোটার সিরিয়াল হচ্ছে, ভিএসএন ৪১০৯০৪০০৭। সাদিকের স্ত্রী লিপি আব্দুল্লাহও একই সিটির ভোটার। তার ভোটার সিরিয়াল হচ্ছে, ভিএসএন ৪১০৯১৪০৮৮। এছাড়াও সাদিক আব্দুল্লাহ সিটি নিবাচনে যে সম্পদ বিবরণী দিয়েছিলেন, তা দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনের হলফনামায় এড়িয়ে গেছেন। এমনকি তার স্ত্রীর নামে আয়কর রিটার্ন হলফনামায় দেননি। শুধু তাই নয় স্ত্রীর নামে থাকে নিউইয়র্কের বাড়ির তথ্য গোপন করেছেন। এ্যাডভোকেট কেবিএস আহমেদ মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ তার হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। এমন অভিযোগ রিটানিং কর্মকর্তার কাছে দাখিল করেছিলাম। তবুও তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা। তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়েছে। হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় এ আপিল করা হয়। তিনি আরো বলেন, রিটার্নিং অফিসার সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমরা বিষয়টি তখন নজরে এনেছিলাম। সেখানে বিষয়টি তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমলে নেননি। সেজন্য ইসিতে আপিল করেছি। আশা করি, নির্বাচন কমিশন আপিল শুনানি করে, সঠিক রায় দেবেন। আগামী ১০-১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, বরিশালে সিটি নির্বাচন ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে যে বিভাজন দেখা দিয়েছিল, তা চূড়ান্ত রূপ নিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। জাতীয় নির্বাচনে বরিশাল-৫ আসনের দলীয় মনোনয়ন চেয়েও পাননি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গত সিটি করপোরেশন নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়ে পাননি সাদিক আবদুল্লাহ। তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত মনোনয়ন পেয়ে মেয়র নিবাচিত হয়েছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন থেকেও বাদ পড়েন সাদিক আব্দুল্লাহ। দলীয় মনোনয়ন পান জাহিদ ফারুক শামীম। এই আসনে মনোনয়ন বৈধতা পায় আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীম, স্বতন্ত্র প্রাথী সালাহউদ্দিন রিপনসহ আট প্রার্থীর। ইতিমধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের মনোনয়ন বাতিল হয়েছে। গত সোমবার বিকেলে বরিশালের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। |
