|
১০ মামলায় বিএনপি মহাসচিবের জামিন আবেদন
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা আদালতে ১০টি পৃথক মামলায় জামিনের আবেদন করেছেন। এর মধ্যে রয়েছে এক পুলিশ সদস্যকে হত্যার মামলাটিও। ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব জামিন আবেদন দায়ের করেছেন। এই মামলাগুলোর মধ্যে সাতটি পল্টন থানায় এবং তিনটি রমনা মডেল থানায় দায়ের করা হয়েছে। বিএনপি মহাসচিবকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়নি। ২৮ অক্টোবর, বিএনপির বৃহৎ সমাবেশের সময় ঢাকার নয়াপল্টন ও আশেপাশের এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সে দিন প্রধান বিচারপতির বাসায় সামনেও সৃষ্ট বিশৃঙ্খলা হয়েছে। এ ঘটনায় প্রধান বিপারপতির বাসার গেট ভাঙে এবং তার নামফলক ক্ষতিগ্রস্ত হয়। রমনা থানায় বিএনপির সচিবালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু ও শামসুজ্জামান দুদুসহ বিএনপির ৫৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে পুলিশ। মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। |
