কলাপাড়া সেতুসংলগ্ন রাস্তার বেহাল দশা।
মো: এরশাদুল ইসলাম
|
![]() কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া মূল শহরের প্রবেশ পথ হল কলাপাড়া কুয়াকাটা প্রথম সেতু সংলগ্ন রাস্তা।যেটি এখন চলাচলের অযোগ্য।বিভিন্ন খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচলে হরহামেশা ঘটছে দূর্ঘটনা।রাস্তাটি কলাপাড়া পৌরসভার আওতাভুক্ত হলেও এটি মেরমতের কোন উদ্যোগ নেই।এলাকাবাসির দাবি সরকটি যাতে দ্রুত সময়ের মধ্যে মেরামতকরা হয়। |