|
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
এস এম আওলাদ হোসেন।
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে “টেকসই বাংলাদেশ বিনির্মাণে যুব বান্ধব রাষ্ট্রব্যবস্থা চাই” এমন দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুর। শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে তারা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে যুব দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির প্রমুখ।
অন্যদিকে, সনাকের মানববন্ধনে সনাক সভাপতি প্রফেসর রফিকুল আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি হুমায়ুন কবির, সদস্য প্রফেসর জেডএম ফারুকী, আবুল মোবারক ভূঁইয়া, সুধীর চন্দ্র ঘোষ, রাজীব হোসেন রাজু, টিআইবি চট্টগ্রাম ক্লাস্টার কো-অর্ডিনেটর জসিম উদ্দিন, লক্ষ্মীপুর এরিয়া কো-অর্ডিনেটর আবদুর রব খান প্রমুখ।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
|
