|
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে মোল্লাহাটে আলোচনা সভা, সনদ ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
এম এম জাকীর হুসাইন
|
|
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে মোল্লাহাট উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ ফজলুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজ দেশের সম্পদ। তাদের দক্ষতা ও মনোবল দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে যুবদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব নারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নির্বাচিত যুবকদের মাঝে যুব ঋণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তারা দেশের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
|
