|
লক্ষ্মীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
এস এম আওলাদ হোসেন।
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
“গণতন্ত্রের মা” ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় পথশিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুবদলের জনপ্রিয় নেতা মোঃ মাহবুব আলম (বাচ্চু)।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও পথশিশুদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। খাদ্য গ্রহণের সময় শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এ দৃশ্য উপভোগ করতে আশপাশের এলাকাবাসীও ভিড় জমান।
মানবিক এ উদ্যোগ প্রসঙ্গে মোঃ মাহবুব আলম (বাচ্চু) বলেন, “আমরা সবাই সুন্দর প্রতিযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ আচরণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো আগামী দিনের রাজনীতিতে। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্যও হওয়া উচিত।”
এ সময় স্থানীয় যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং পথচারীরা উপস্থিত থেকে এই কর্মসূচিকে স্বাগত জানান।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
|
