|
দৈনিক মেঘনা প্রতিদিন-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
এস এম আওলাদ হোসেন।
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর থেকে প্রকাশিত নতুন দৈনিক “মেঘনা প্রতিদিন”–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায়। শহরের সরকারি বালিকা বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও পৌরসভার সাবেক মেয়র সাহাব উদ্দিন সাবু।
প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-এস ইউ এম রফিকুল আমিন ভূঁইয়া, আমির, বাংলাদেশ জামাতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা শাখা। এডভোকেট মোঃ হাছিবুর রহমান, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি নেতা, হোসাইন আহমেদ হেলাল, সভাপতি, লক্ষ্মীপুর প্রেসক্লাব।
পত্রিকাটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য লক্ষ্মীপুর-২(রায়পুর) আসন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন জহিরুল ইসলাম শিবলু- সাবেক প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর প্রেস ক্লাব।
আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিত অতিথিরা ও দর্শনার্থীরা মুগ্ধ হন। জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে পত্রিকার এ যাত্রাকে প্রাণবন্ত করে তোলেন।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
|
