|
কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান,কাশিয়ানী, গোপালগঞ্জঃগোপালগঞ্জের কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও আলোচনা সভা উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় ব্যানার নিয়ে দলীয় কার্যালয়
মুক্তি যোদ্ধা কমপ্লেক্সের সামনে উপস্থিত হয়ে সমবেত হতে থাকে।
আজ(২০ আগষ্ট) বুধবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করে।স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিলন খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার মোঃ নুরুজ্জামান। এ সময় আর ও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সহ কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও র্যালি, শেষে নেতা কর্মীরা বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
|
