|
কুয়াকাটায় জেলের জালে ৩০ কেজি ওজনের “ট্রেভ্যালি ফিশ” ২৪ হাজারে বিক্রি।
মোয়াজ্জেম হোসেন
|
|
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে খবির নামের এক জেলের জালে ধরা পড়েছে একটি বিশাল তবলা মাছ। শুক্রবার সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে তহুরা মৎস্য আড়তে নিয়ে আসা হলে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। ভির করে শতশত মানুষ।
স্হানীয়ভাবে এটাকে তবলা মাছ যা “ট্রেভ্যালি ফিশ” নামে পরিচিত। এ মাছ সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকে বলে ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়াকাটা অঞ্চলে এটি “তবলি”, “বগা” কিংবা “খাঁদিয়া” নামেও পরিচিত।
ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি।মাছটি নিয়ে জেলে খবির মহিপুর তহুরা মৎস আড়তে উঠতেই মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে বিক্রি হয়। এ সময় মাছ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
মৎস্যজীবীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ সচরাচর পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় মাছ। এ মাছটি আকারে অনেক বড় হয়। এটি গুরুত্বপূর্ণ মাছ এটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে অনেক। আশা করছি এ জাতীয় জেলেদের জালে বেশি বেশি ধরা পড়বে। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১২/০৯/২০২৫
০১৭১৮-৬২২৯১৯
|
