|
আজ ১১ বছরে পদার্পণ করলেন ভোলা-৩ আসনের এমপি শাওন।
সাহিদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-
|
|
সময় নিউজ বিডিঃ আজ ২৪ এপ্রিল। ভোলা – ৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের জাতীয় সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি হিসেবে ১১ বছরে পদার্পন করেছেন। ২০১০ সালের ২৪ এপ্রিল প্রথম বারের মতো ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন সংসদ সদস্য নির্বাচিত হওয়ারপর থেকে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আওয়ামী রাজনীতিতে নতুন নতুন চমক সৃৃষ্টি হয়। দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া আওয়ামীলীগের রাজনীতিকে নতুন করে শুরু করেন তিনি। তৃণমূল থেকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীগসহ অঙ্গসহযোগী সংগঠনকে নতুন করে সাজাতে শুরু করেন নূরুন্নবী চৌধুরী শাওন। বর্তমানে লালমোহন ও তজুমদ্দিন আওয়ামীলীগের শক্তিশালী ভিত গড়ে তুলেছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। দীর্ঘ ১১ বছরের রাজনৈতিক জীবনে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ব্যাপক উন্নয়নের মধ্যেদিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। |
