|
বরগুনায় পুলিশ সদস্যের বাবাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।
মু,হেলাল আহম্মেদ(রিপন)
|
|
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ নভেম্বর ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ২০:৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার চাঞ্চল্যকর পুলিশ সদস্যের বাবাকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক এজাহার নামীয় অভিযুক্ত নিপু চৌকিদার (৩০) পিতা- ছালাম চৌকিদার, সাং-জাকিরতবক, ওয়ার্ড নং-৮, থানা ও জেলা বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত ঘটনার বিবরনে জানা যায়, উক্ত মামলার বাদী মোসাঃ রাহিমা বেগম (৫২)। মামলার ১নং সাক্ষী ভিকটিম আরিফ বিল্লাহ পুলিশ কনস্টেবল হিসেবে নাজিরপুর থানা, পিরোজপুর জেলায় কর্মরত। অপরদিকে বিবাদীরা বাদীর নিকটতম প্রতিবেশী। বিবাদীদের সহিত বাদী পক্ষের জমিজমা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলমান ছিল। সম্প্রতি অত্র মামলার ১নং বিবাদীর পিতা আবদুল ডাকাত ও তার ভাই সহ আবদুল ডাকাতের ছেলে বিবাদী আরিফ ডাকাতি করে পুলিশের হাতে আটক হলে, বিবাদীরা বাদীর ছেলে আরিফ বিল্লাহকে সন্দেহ করে।
এ্ররই পরিপেক্ষিতে গত কয়েকদিন আগে ১নং বিবাদীর সহযোগী বাদশাকে পুলিশ আটক করলে তাতেও বিবাদীরা বাদীর দুই ছেলে ও বাদীর স্বামীকে উক্ত ঘটনায় দোষারূপ করে। সাম্প্রতিক বর্ণিত বিষয় ও পূর্ব হতে চলমান দন্দের কারণে বিবাদীরা বাদীর ছেলেকে হত্যার পায়তারা করে।এদিকে বাদীর ছেলে আরিফ গত তিনদিন যাবৎ দিনে বরিশাল ট্রেনিং করে রাতে তার বাড়িতে চলে যায়। বাদীর ছেলে বাড়ি আছে জানতে পেরে এজাহারনামীয় বিবাদীরা সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন জনবলে বলিয়ান হয়ে পূর্ব পরিকল্পিতভাবে শর্টগান/পিস্তল, ধারালো দাঁ ও লোহার পাইপ সহ লাঠি সোটা নিয়ে গত ইং-১৬/১০/২০২৫ ইং তারিখ দিবাগত রাত্র অর্থাত ১৭/১০/২০২৫ তারিখ রাত্র অনুমান ০৩:০০ ঘটিকার সময়, বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে বাদীর ছেলেকে ঘুম থেকে তুলে এলোপাথারি পিটানো ও কোপানো শুরু করে। ১নং বিবাদী আরিফ ধারালো দাঁ দিয়া বাদীর ছেলের বুকের বাম পাশে কোপ দিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বিবাদীরা তাদের কাছে থাকা পিছল ও শটগান দিয়া কয়েক রাউন্ড গুলি করে। বিবাদীরা বাদীর ছেলে রাব্বি ও স্বামী আ: রশিদ ফরাজী কে ঘর থেকে টেনে বাইরে এনে এলোপাথারিভাবে পিটাইয়া ও তাদের হাতে থাকা পিস্তল ও শটগান দিয়া গুলি করে ভিকটিমদের বুকে, পিঠে ও তলপেটে গুরুতর জখম করে। বাদী ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন সাড়া দিলে আসামীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়।
এসময় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর যখম প্রাপ্তদের অবস্থা আশংকাজনক হওয়ায়, কর্তব্যরত ডাক্তার তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় বাদীর স্বামী ভিকটিম আঃ রশিদ ফরাজী সেখানেই মৃত্যুবরণ করেন।
গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানান।
এ ব্যপারে পটুয়াখালী র্যাব-৮ কোম্পানি অধিনায়ক রাশেদুল আহসান
স্কোয়াড্রন লিডার জানান, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।
|
