|
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা ॥
মোয়াজ্জেম হোসেন
|
|
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ নভেম্বর) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এলআরপি-৫০ প্রকল্পের আওতায় কলাপাড়ার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে কর্মসূচীটি পালিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিন করে বাজারের মূল প্রবেশপথে এসে মানববন্ধন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন নারী নেত্রী মাহফুজা বেগম, যুব ফোরাম সদস্য নাঈম রাড়ি, বাজার কমিটির সদস্য নিপুল আহম্মেদ, আভাস প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা রুবি আক্তার, স্পন্সরশীপ অফিসার শরীফ মো. কবির ও আনোয়ার হোসেন। আলোচনা সভায় নারী নেত্রী মাহফুজা বেগম বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশী ক্ষতি হচ্ছে উপকূলীয় এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশু। তাই পরিবেশ রক্ষায় সকলকে দ্বায়িত্বশীল হতে হবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, জেলে, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, শিশু ফোরাম সদস্য ও আভাস প্রতিনিধিবৃন্দ। অংশগ্রহনকারীরা তাদের প্লাকার্ড, পোষ্টার ও স্লোগানের মাধ্যমে জলবায়ু ন্যায্যতা, পুন-নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে ভবিষৎতে পরিবেশবান্ধব ও জলবায়ু অভিজোযন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অংশগ্রহনকারীদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংহতির শপথ গ্রহনের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি করা হয়েছে।
আভাস প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিশু, কিশোর, নারী, তরুনদের এবং স্থানীয় সরকার প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, জেলে প্রতিনিধিসহ উপকূলবাসীদের সচেতনতা বৃদ্ধিই ছিল এ কর্মসূচীর মূল লক্ষ্য।
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১৪.১১.২০২৫
০১৭১৮-৬২২৯১৯
|
