|
পাকিস্তানকে রোহিত: দাড়াতেই দেয়নি।
মোঃ ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ বরাবরের মতো এবারের বিশ্বকাপেও পাকিস্তান এবং ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা ছিল ভক্তদের মাঝে। সব উত্তেজনা শেষ হয়েছে বাবর আজমদের নিস্তেজ পারফরম্যান্সে। আয়োজকদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে পাকিস্তান। আহমেদাবাদে আগে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ১১৭ বল হাতে রেখে সে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলটির অধিনায়ক রোহিত শর্মা প্রতিপক্ষকে মনে করিয়ে দিয়েছেন, এত কম রান নিয়ে এই উইকেটে ম্যাচ জেতা যায় না। রোহিত বলেন, ‘আজ বোলাররাই আমাদের ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। বোলাররা তাদের ১৯১ রানের আটকে দিয়েছে। এটা দারুণ ব্যাপার। এটা ১৯০ রানের উইকেট ছিল না। আমরা ভেবেছিলাম হয়ত তারা ২৮০ বা ২৯০ রান করবে।’ ‘এই ম্যাচে যে ই বোলিংয়ে এসেছে দলের জন্য নিজের সেরাটা দিয়েছে। আমাদের ছয়জন বোলার আছে। তাদের যে কেউই ভালো করতে পারে। প্রতিদিন একরকম যাবে না। যেদিন যার ভালো যাবে তাকেই আসল কাজটা করে দিতে হবে।’ পাকিস্তানের বিপক্ষে অনায়াস জয় পেলেও মাটিতেই পা রাখছেন রোহিত, ‘এই ম্যাচ জিতে আমরা খুব বেশি রোমাঞ্চিত হতে চাই না। আবার একেবারে মিইয়ে যেতেও চাই না। এটা লম্বা টুর্নামেন্ট। নয়টা লিগ ম্যাচ হবে। সেই সঙ্গে সেমিফাইনাল এবং ফাইনাল। ভারসাম্য ধরে রেখে এগিয়ে যেতে হবে। আমি আগেও বলেছি যে পাকিস্তান আমাদের কাছে বাকি দলগুলোর মতোই।’ ‘কে কোথায় ব্যাট করতে নামবে এটা নিয়ে আমি একবারও দ্বিধায় থাকি না। এটা আসলেই ভালো একটা দিক। এমন ভারসাম্যপূর্ণভাবে আমরা এগিয়ে যেতে চাই। মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে চাই। ঐ নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে। আমাদের লক্ষ্য এমনটাই।’ |
