|
আ. লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে
মোঃ ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। যার ফলে তারা একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে।’ আজ শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ দেশকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেছে। আমরা সেখান থেকে দেশকে টেনে তুলতে চাই। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।’ তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি, সরকারের প্রতি আমাদের আহ্বান- দেশকে রক্ষা করতে হলে, জাতিকে রক্ষা করতে হলে, সংকটগুলো দূর করতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার প্রতি পদে পদে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সমস্ত কর্মসূচি বাধাগ্রাস্ত করার চেষ্টা করেছে।’ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ও দাবি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। তারা আন্দোলন করছে নূন্যতম একটা মজুরির জন্য। তাদের জীবনযাপনের জন্য নূন্যতম যে মজুরি দরকার সেটাই তারা চাইছেন। সে আন্দোলনেও পুলিশের নির্যাতন, অত্যাচার চলছে। দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে করে শ্রমিকরা যে বেতন পায় সে মজুরি দিয়ে তাদের পক্ষে চলা সম্ভব নয়। গার্মেন্টস মালিকদের কাছে আমাদের অনুরোধ থাকবে শ্রমিকদের যে ন্যায্য দাবি তা তারা মেনে নিয়ে কাজের সুযোগ করে দিবেন।’ |
