|
নারীদের মধ্যে হৃদরোগের কারণে প্রতি চারজনে একজনের মৃত্যু হয়।
ডাঃ ইসরাত শারমিন।
|
|
স্বাস্থ্য বার্তাঃ এক গবেষণায় দেখা গেছে, নারীদের মধ্যে হৃদরোগের কারণে প্রতি চারজনে একজনের মৃত্যু হয়। তবে কোনো এক অজানা কারনে সাধারণ মানুষের ধারণা হৃদরোগ পুরুষদের রোগ। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। এই রোগটি পুরুষ ও নারীদের প্রায় সমানভাবে প্রভাবিত করে। নারীরা সাধারণ মেনোপজের পরেই হৃদরোগের ঝুঁকিতে থাকেন।
নারীদের হৃদরোগ এর কারনঃ
হৃদরোগ নারী ও পুরুষ উভয়ের রোগ হলেও এ রোগের উপসর্গগুলো নারী ও পুরুষদের ক্ষেত্রে ভিন্নভাবে প্রকাশ পায়।জেনে নিন নারীদের হৃদরোগ এর উপসর্গগুলোঃ
————————————————–
ডাঃ ইসরাত শারমিন।
স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন
কনসালটেন্ট ( গাইনী এন্ড অবস)
————————————————–
|
