|
মেট্রোরেল চলবে সকাল থেকে সন্ধ্যা
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ রাজধানীতে মেট্রোরেল চলাচল শুরু হচ্ছে পুরোদস্তুর। মেট্রো পরিষেবার সময় আরও বাড়তে যাচ্ছে। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত আগামী শনিবার থেকে সপ্তাহে ছয় দিন সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলবে। আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর এম এ এন সিদ্দিক বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর কথা জানান। এম এ এন সিদ্দিক বলেন, প্রথম মেট্রোরেল উত্তরার উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ রেলটি মতিঝিল থেকে ছেড়ে আসবে রাত ৮টা ৪০ মিনিটে। সারাদিনই চলবে মেট্রোরেল। এতদিন উত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল চলাচল করেছে সকাল ৭ থেকে সাড়ে ১১টা পর্যন্ত। অন্যদিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলেছে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন দুটি চালু হয়। এর মধ্যদিয়ে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬ স্টেশনই চালু হয়েছে। তবে এতদিন আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলত সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত । আর উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল করছিল সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এখন শনিবার (২০ জানুয়ারি ) থেকে নগরজীবনে স্বস্তি আনা মেট্রোরেল সেবা চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং সকাল ৭টা ১০ মিনিট থেকে শুরু করে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মোট সাড়ে ১৩ ঘণ্টা। মেট্রোরেলে ভ্রমণে সর্বনিম্ন ভাড়া লাগছে ২০ টাকা। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ পথ ভ্রমণে ভাড়া ১০০ টাকা। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া ৭০ এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয় স্টেশন পর্যন্ত ভাড়া ৯০ টাকা।
|
