|
কলাপাড়ায় জিটুপি পদ্ধতিতে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান ও সেচ্ছাসেবী সংস্থা বিষয়ক সভা।।
মোয়াজ্জেম হোসেন
|
|
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ‘জিটুপি পদ্ধতিতে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান ও সেচ্ছাসেবী সংস্থা বিষয়ক’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু। অন্যদের মধ্যে আলোচনা করেন মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন, গণমাধ্যমকর্মী মো. সাইদুর রহমান প্রমুখ।
সভায় সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যাপিটেশন প্রাপ্ত ৮টি শিশু সদন ও এতিমখানার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
|
