|
আবারও হজ নিবন্ধনের সময় বেড়েছে
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ অবশেষে হজ নিবন্ধনের সময় আরও আটদিন বাড়ালো ধর্ম মন্ত্রণালয়। নতুন সময় অনুযায়ী, পবিত্র হজে গমনেচ্ছুরা আজ ২৫ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর হজে যেতে ইচ্ছুক মুসল্লি এবং হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, হজযাত্রী ও হজ এজেন্সিগুলোর বিশেষ অনুরোধে সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সময় বৃদ্ধি করা হলো। অনলাইনে প্রাথমিক নিবন্ধনে ২ লাখ ৫ হাজার টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হয়। প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে হজযাত্রীকে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় চলতি বছর হজে যেতে পারবেন না, এমনকি প্রাথমিক নিবন্ধনের প্রদত্ত অর্থ ফেরতও পাবেন না। গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং মূল সময়সীমা ছিল ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে প্রথম দফায় হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর আশানুরূপ হজযাত্রী না পাওয়ায় দ্বিতীয় দফায় চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ায় ধর্ম মন্ত্রণালয়। কিন্তু তারপরও হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। চলতি বছর বাংলাদেশের জন্য হাজীদের নির্ধারিত কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বশেষ সময় পর্যন্ত নিবন্ধন করেন ৫৩ হাজার ১৭৩ জন। কোটার নিবন্ধন বাকি রয়ে যায় ৭৪ হাজার ২৫ জনের। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। |
