|
গাড়ি বাড়ি ক্রয়ে নিষেধাজ্ঞা: ঋণখেলাপীদের
মোঃ ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ ইচ্ছেকৃত বা স্বেচ্ছা ঋণখেলাপিরা ভবিষ্যতে আর কোনো বাড়ি গাড়ি কিনতে পারবেন না। নতুন ব্যবসাও খুলতে পারবেন না তারা। রোববার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের।
এ সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা। দিন বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা শেষে ‘দেশের ব্যাংকিং খাতের শ্রেনিকৃত ঋণ হ্রাস এবং কর্পোরেট সুশাসন নিশ্চিত করার’ রোডম্যাপ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, অর্থ ঋণ আদালত আইন-২০২৩ এর আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আদালতের বাইরে মামলা নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিবে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংকগুলোর বিদ্যমান লিগ্যাল বা আইন বিভাগকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। |
