|
কাশিয়ানীতে র্যাব ৬ এর পক্ষ থেকে এস,এস,সিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান।
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ।
|
|
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে এম এ খালেক ডিগ্রী কলেজ মাঠে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্তদের সম্মাননা প্রদান করেছে র্যাব -৬ আজ শনিবার ২৪ ফেব্রুয়ারি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রদান।অতিথি ছিলেন র্যাবের মহা পরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম বার (অতিরিক্ত আইজিপি গ্রেড-৬)। তিনি বেলা ১১টায় হেলিকপ্টার যোগে আসেন। পরে তিনি এমন এ খালেক বিশ্ব বিদ্যালয়ের ডিগ্রী মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময়ের তিনি কাশিয়ানী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে এস এস সি, এইচএসসি, দাখিল আলিম পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সম্মাননা প্রদান করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব -৬ খুলনার অধিনায় মোঃ ফিরোজ কবির। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান, কাশিয়ানী এম এ খালেক বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ কেএম মাহমুদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,মোঃ পুলিশ সুপার ক্রিরাইম কাজী মাহাবুব আলম। মহা পরিচালক এম খুরশীদ আলম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এই কলেজে তার শিক্ষা জীবনের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন ভাটিয়াপাড়ায় ক্যাম্প ইনচার্জ উইং কমান্ডার মোঃ রাসেল। |
