|
পটুয়াখালীর বাউফলে পথ রুদ্ধ করে এক যুবককে পিটিয়ে জখম,হাসপাতালে ভর্তি।
মু,হেলাল আহম্মেদ(রিপন)
|
|
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পথ রুদ্ধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫.০২.২৪ইং তারিখ রোজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায় গত একমাস পূর্বে দাসপাড়ার বাসিন্দা দুলাল মেলকারের ছেলে আরিফ হোসেনের সাথে একই এলাকার মঞ্জু ভান্ডারের ছেলে তাহেরের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর ব্যাপারটা ওখানে বসেই মিটমাট হয়ে যায়। তাহেরের ভিতরে ঐ রেষ থেকে যায় কিন্তু আরিফ তা বুঝতে পারে নাই। আরিফ পূর্বের ন্যায় সাভাবিক ভাবে চলাফেরা করতে থাকে। হঠাৎ গতকাল সন্ধ্যার দিকে আরিফ বাউফল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকা পৌঁছালে, তাহের ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে আারিফের পথ রুদ্ধ করে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আরিফের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। আরিফকে বাচাতে পথচারি মমিন তালুকদার এগিয়ে আসলে তাকেও মারধর করে। এরপর তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান হয়।
এ ব্যাপারে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মারজানা আফরিন জানান রোগির শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়েছি।
ঐ রাতেই আরিফের বাবা দুলাল মেলকার বাদী হয়ে ৮/১০ জনকে আসামি করে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা অভিযোগ ইতিমধ্যে হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
|
