|
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে খালেদা জিয়া, সরাসরি সিসিউতে ভর্তি
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা থেকে রওয়ানা দেন তিনি। রাত ৩টার দিকে হাসপাতালে পৌঁছান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তার মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসভবনে যান। স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে রাতেই তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সিসিইউতে রেখেই তার চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানো হবে বলে জানা গেছে। চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, হাসপাতালে পৌঁছানোর পর ম্যাডামকে সরাসরি ইমারজেন্সিতে নেওয়া হয়েছে। তার পুরোনো রোগ লিভার সিরোসিস জটিলতা বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, গত বুধবার খালেদা জিয়া অসুস্থতা অনুভব করলে মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে বাসায় রেখেই তাকে চিকিৎসা দিয়ে আসছিলেন। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। কিছুদিন পরপরই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার আবেদন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া । দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর করোনার সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। তখন থেকে ধারাবাহিকভাবে ছয় মাস পরপর তার সাজা স্থগিতের মেয়াদ বাড়াচ্ছে সরকার।
|
