|
কাশিয়ানীতে রেলে কাটা পড়ে নিহত হলেন ষাটোর্ধ্ব এক নারী
মোঃ আশরাফুজজামান,গোপালগঞ্জ
|
|
গোপালগঞ্জ জেলাপ্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে রেলে কাটা পড়ে নিহত হলেন সেকেলা বেগম (৬৫) নামক এক নারী।
০৩ জুলাই (বুধবার) বেলা পৌনে ৩ টায় ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনে কাশিয়ানীর সন্ধ্যা বাজার এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেকেলা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের মনোর মুসল্লির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল পথ দিয়ে হেটে যাচ্ছিলেন। ইতিমধ্যে ট্রেন আসে, ট্রেনে হুইসল বাজালেও উনি রেলপথ দিয়ে হাঁটতে থাকেন। পরে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
নিহতের ভাই এর ছেলে রফিকুল সরদার জানায়, আজ সকালে চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গোপালগঞ্জ গিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে ভাটিয়াপাড়ায় মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল।
ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নামার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা এক লোকাল পরিবহনে ওঠেন। ভুল করে ভাটিয়াপাড়া না নেমে কাশিয়ানীর সন্ধ্যা বাজারে নামেন। পরে ভাটিয়াপড়া মেয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রেল পথে পায়ে হেঁটে যাচ্ছিলে। ইতিমধ্যে রেল এসে চাপা দিলে ঘটনা স্থলে মারা যান।
ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন কাশিয়ানী থানার এসআই তুষার।
|
