|
কাশিয়ানীতে চাদা দাবীর অভিযোগে র্যাব ৬ এর হাতে দুই চাদাবাজ গ্রেপ্তার।
মোঃ আশরাফুজ্জামান
|
|
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে চায়না রেল প্রকল্প (C R E C)’র কাছথেকে চাঁদা দাবীর
অভিযোগে – ভাটিয়াপাড়া ক্যাম্প র্যাব -৬ এর হাতে আটক-০২
গতকাল ০৪/০৭/২০২৪ইং রাত ৮ টার সময় হিরন্যকান্দি গ্রাম থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কাশিয়ানী উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের হিরন্যকান্দি গ্রামের মৃত. মোঃ- নুর মিয়া শেখর ছেলে মোঃ- গিয়াসউদ্দিন কালাই শেখ(৪৭) এবং মৃত. মোঃ- হাসেম খানের ছেলে মোঃ জাহিদ খান(৪৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন হিরন্য কান্দি গ্রাম থেকে র্যাবের হাতে গ্রেফতার গিয়াসউদ্দিন কালাই ও জাহিদ খানকে বাদির কোন অভিযোগ না থাকায় ১৫৪ ধারায় কোর্টে চালান করা হয়েছে।
|
