|
কলাপাড়ায় সরকারী স্থাপনা, পুলিশ ভবন ও সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে সহযোগিতা করতে বিএনপির মাইকিং ও গণসংযোগ/
মোয়াজ্জেম হোসেন
|
|
, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী স্থাপনা, পুলিশ ভবন ও সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে সহযোগিতা করার জন্য মাইকিং,গণসংযোগ ও পাহারার ব্যাবস্থা করেছে কলাপাড়া বিএনপি। বুধবার দুপুরে কলাপাড়া ও কুয়াকাটায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদারের বরাত দিয়ে এ মাইকিং করা হয়। মাইকিংয়ে আরো উল্লেখ করা হয়, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন একটা অত্যাচারী সরকারের নির্যাতনে মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তুু বর্তমানে পরিস্থিতি শান্ত রাখা সকলের নৈতিক দায়িত্ব। তাই কোন প্রকার প্রতিশোধ মূলক কর্মকান্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়। এদিকে একই কথা উপস্থাপন করে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন।
এদিকে বুধ বিকেলে সরেজমিনে কলাপাড়া পৌরশহরের ০৫ নং ওয়ার্ডের চিংগড়িয়া এলাকায় দেখা গেছে ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক সহ নেতাকর্মীরা সংখ্যালঘু(হিন্দু) সম্প্রদায়ের বাড়িঘর জানমাল এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন এবং খোঁজ নিচ্ছেন।
কলাপাড়া পৌরসভার ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন জানান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নির্দেশনা মোতাবেক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং উপাসনালায় রক্ষায় বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক জানান, জনগণের জানমাল রক্ষা করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, কলাপাড়াবাসীকে রক্ষায় সমগ্র উপজেলায় মাইকিং করে প্রচার করা হচ্ছে। এছাড়াও মঙ্গলবার বিকালে উপজেলার সকল ইউনিটের নেতাদের নিয়ে বৈঠক করে এবং বুধবার নীলগঞ্জ ইউপির পাখিমাড়া বাজারে মিটিং করে এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
|
