|
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
মোঃ আশরাফুজ্জামান
|
|
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা আজ ১২/০৮/২০২৪ইং সোমবার সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা সদরে রেলওয়ে মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুব আলী খান ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শরাফত হোসেন লাবলু, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামিলুর রহমান জাপান, ইউনিয়ন আওয়ামী লীগে সিনিয়র সহসভাপতি এ্যাডঃ শেখ মোঃ মাসুদ রহমান, যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম তুহিন,সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পিকুল,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোল্যা খালিদ হোসেন লেবু ,ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা প্রমূখ।সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল সহকারে সমাবেশে অংশ নেয় নেতাকর্মীরা এবং সেই সাথে হাজারও জনতা মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল।
|
