|
খ্রিস্টান ছেলেকে জীবনসঙ্গী করে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে মনস্কামনা পূরণের চিঠি। দাম্পত্য বিরোধ, পারিবারিক কলহ, রোগ থেকে মুক্তিসহ বিভিন্ন চাহিদায় লেখা এসব চিঠির ভিড়ে পাওয়া গেছে এক প্রেমিকার চিঠিও।
চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক তরুণী। চিঠিতে তিনি নিজের ও প্রেমিকের পরিচয় গোপন রেখে লিখেছেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। ‘আল্লাহ আমি একটা ছেলেকে অনেক ভালবাসি। সেও আমাকে ভালবাসে। কিন্তু আমাদের ফ্যামিলি এ সম্পর্কটা মেনে নেয় না। আল্লাহ আপনি চাইলে আমাদের দুজনকে একসঙ্গে মিলিয়ে দিতে পারেন। আল্লাহ দেন না ওরে আমার করে, আমি অনেক ভালবাসি ওরে। আল্লাহ, আমার এই চাওয়াটা পূর্ণ করে দেনগো আল্লাহ। আমি আমার মা-বাবার পরে ওরে ভালবাসি। আমাদের সম্পর্কটা ২ বছরের। আল্লাহ ওরে আমার করে দিয়েন। আল্লাহ আমার আশাটা পূর্ণ করে দিয়েন। আল্লাহ ছুম্মা আমিন।’
৩ মাস ২৬ দিন পর আজ শনিবার সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ৯টি লোহার দানবাক্স খোলা হয়। এতে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৩৫০ জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। এর আগে গত ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্সে রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। |
