|
শিক্ষকের প্রেমের প্রস্তাব, অতপর জুতা পিটা ও জরিমানা
মোঃ আশরাফুজ্জামান
|
|
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃগোপালগঞ্জের কাশিয়ানীতে মাদ্রাসার শিক্ষাককে ফাঁদে ফেলে জরিমানা আদায় এবং জুতাপিটা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শিবপুর-জাঙ্গালিয়া গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের শিবপুর-জাঙ্গালিয়া গ্রামের মোঃ সাকিবের স্ত্রী এক সন্তানের জননী মায়া বেগম (২০) কে পার্শ্ববর্তী তিতাগগ্রাম জামিয়াতুচ্ছ সুন্নাহ্ ফজল্লুল উলুম মাদ্রাসার শিক্ষক মোঃ রিয়াদ হোসাইন মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দেয়।
এমন অভিযোগে মায়ার স্বামী মোঃ সাকিব স্ত্রী মায়াকে দিয়ে ফোন করে তাদের বাড়ির কাছে আসতে বলে ওই শিক্ষককে। শিক্ষক রিয়াদ হোসাইন মায়ার ফোন পেয়ে গভীর রাতে সাকিবের বাড়ি আসার পথে সাকিব কয়েকজন লোক নিয়ে তার গতিরোধ করে এবং লোক জড়ো করে। সেখানেই বিচার বসানো হয়।সাজানো বিচার কার্য সাকিবের প্রতিবেশী কয়েকজন অংশ নেয়। সেখানে ওই শিক্ষকে ১০ হাজার টাকা জরিমানা ও ১০ জুতার আঘাত (পিঠানোর) করার আদেশ দেওয়া হয়। স্থানীয় মোঃ আসাদ শেখ এবং মোঃ ওয়াহিদুল ইসলাম শেখ ওই শিক্ষককে জুতার আগাত করে শালিশ বাস্তবায়ন করে।
এ সময়ে উপস্থিত রাখা হয় শিবপুর মসজিদের ইমাম মোঃ বদরুল আলম এবং তিতাগগ্রাম জামিয়াতুচ্ছ সুন্নাহ্ ফজল্লুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহাতামীম মোঃ আবদুল্লাহ কে।
ইমাম মোঃ বদরুল আলম ও ভারপ্রাপ্ত মোহাতামীম মোঃ আবদুল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, আমাদের সাকিব ও তার লোকজন আমাদের ফোন করে ডেকে আনে। আমরা কোন প্রকার ভূমিকা রাখি নাই। আমাদের কথা কেঊ শোনেনি।
|
