|
ত্রিশালে হলুদ সাংবাদিক রফিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
আব্দুল কাদের
|
|
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিরস্কার করায় তথাকথিত হলুদ সাংবাদিক খাইরুল আলম রফিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল বাসস্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সমাজে ক্ষমতাবানদের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ান সাংবাদিকরা। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই সাংবাদিকরা। তবে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর, নামদারী হলুদ সাংবাদিক খাইরুল আলম রফিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে তার ফেসবুক আইডিতে তিরস্কারমূলক কটুক্তি করেছেন। যা একজন সাংবাদিকের নীতিবহির্ভূত কাজ। তারা এমন সাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা সাংবাদিক রফিককে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে রফিক নানা অপকর্মের সঙ্গে জড়িত। মানুষকে বিভিন্নভাবে হয়রানি, হুমকি, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল এগুলো ছিল তার নিত্যসঙ্গী। রফিক তার নিজ এলাকা নেত্রকোনার দুর্গাপুরে ও পরে ময়মনসিংহ শহরে ঠাঁই না পেয়ে , ত্রিশালের সাবেক এমপি আনিছের ছত্রছায়ায় ত্রিশালে সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে নানা অপকর্ম করে বেড়িয়েছেন। আমরা তাকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছি।এই সময়ের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চেয়ে ত্রিশাল ছাড়তে হবে। নতুবা আরও কঠোর পদক্ষেপ নিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ জনগণসহ প্রায় কয়েক শতাধিক লোকের সমাগম হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রিশাল উপজেলার নেতা নীবিড়, হাসান, সৈকত প্রমুখ। |
