|
কাশিয়ানীতে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ আশরাফুজজামান,কাশিয়ানী উপজেলা।
|
|
নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত । এ সময়ে কর্মরত সংবাদকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সংবাদকর্মীরা বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতামত প্রকাশ করেন।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার সময় কাশিয়ানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে অনুরোধ করেন এবং ঘুষ দুর্নিতীমমুক্ত কাশিয়ানী উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন । এ সময় তিনি আর বলেন, আমি যেহেতু আপনাদের এলাকায় নতুন এসেছি আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
মতবিনিময় কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম মুন্না, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিল্টন খান সহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
|
