|
কুয়াকাটায় জাপার সাবেক মহাসচিব রুহুল আমিনের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন।।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
|
|
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: জাপার সাবেক মহাসচিব ভূমিদস্যু রুহুল আমিন হাওলাদার’র গ্রেফতার ও শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় ক্ষতিগ্রস্থ আবদুর রশিদ মোল্লা, মজিবর রহমান ও কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি বাবুল ভূইয়াসহ ক্ষতিগ্রস্থরা। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বৈরাচারের দোষর ভূমিদস্যু রুহুল আমিন কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করে ভোগ করে আসছে। এসব জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া এবং রুহুল আমিনের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান বক্তারা।
এ ব্যাপারে অভিযুক্ত রুহুল আমিন হাওলাদার বলেন, এটা আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহলের চক্রান্ত। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল এ কাজ করছে। এ ধরনের কাজে আমি জড়িত নই।
|
