|
কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোহাম্মদ আশরাফুজ্জামান গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃগোপালগঞ্জের কাশিয়ানীতে কাশিয়ানীতে ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়ানী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় আজ সকাল ১১.৩০ মিনিটের সময় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা উপজেলা হল রুম অনুষ্ঠিত হয। উপজেলা মৎস অফিসেরক্ষেত্র সহকারী কমলেশ মজুমদারের সঞ্চালনায়
উক্ত ঊর্ধতকরণ সভায় সভাপতিত্ব করেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী থানা ওসি মোঃ শফিউদ্দিন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত মোঃ আনিসুর রহমান, কাশেনী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও কাশিয়ানী জনপ্রতিনিধসহ উপজেলার মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।
ঊর্ধ্বতকরণ সভার সভাপতি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তার বক্তব্য বলেন দেশীয় প্রজাতির মাছকে সংরক্ষণ করার জন্য অবৈধ চায়না
জাল শর্টলাইটের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করি।আপনারা পাশে থাকলে দেশীয় প্রজাতির মাছে কাশিয়ানী উপজেলা কে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবো।
|
