পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলায় ১০ ফেব্রুয়ারী ডেভিল হান্ট অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আ’লীগ পন্থী তিনজন নেতাকে আটক হওয়ার খবর পাওয়া গেছে।
অদ্য ১০ ফেব্রুয়ারী সকাল থেকে একযোগে সারা বাংলাদেশব্যপি এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুমকী উপজেলায় ৩ জনকেগ্রেফতারের
আওতায় আনা হয়।
আটককৃতরা হলেন, আঙ্গারিয়ার ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৯), শ্রীরামপুর ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক অবঃ প্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আলী (৫৪) ও
শ্রীরামপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সহ- সভাপতি মশিউর রহমান বাবু (২৭)কে আটক করা হয়েছে।
এ ব্যপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি বলেন,
সরকারি নির্দশনা অনুযায়ী সারাদেশে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ এ ডিভিল হান্ট অভিযান শুরু হয়েছে দুমকীতে আজ ১ম দিন তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের কোর্টে সোপর্দ করা হয় বলে জানান তিনি।