মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ।
তারুণ্যের উৎসব উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা কার্যালয় চত্বরে সতেরটি হুইলচেয়ার ও দুটি ট্রাইসাইকেল সহ মোট ১৯ জনকে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি অনুগ্রহ কিম্বা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা, ভালবাসা ও সঠিক পরিচর্যা।
প্রতিবন্ধী শিশুরা আমাদের বোঝা নয়, এরা আমাদের সম্পদ। তাদের মধ্যেও লুকিয়ে আছে সম্ভাবনা, সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। তিনি মোল্লাহাটবাসিকে আহ্বান জানিয়ে বলেন আরো যারা প্রতিবন্ধী শিশু আছে তাদের জন্য আমাদের কাছে আবেদন দাখিল করুন, আমরা চাই সকল প্রতিবন্ধী শিশু যেন এই সেবাটি পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওসমান হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ সমাজসেবা কার্যালয়ের অনান্য কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিক এম এম জাকীর হুসাইন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।