মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ইং পালিত হয়েছে। ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদীতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।
আজ ২১(ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত,সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মুকসুদপুর সার্কেলের এএসপি আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিউদ্দিন খান, জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস, কাশিয়ানী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিত, আনসার ভিডিপি, কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক শিক্ষক সমিতি, কাশিয়ানী প্রেসক্লাব,কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব, কাশিয়ান রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ প্রেস ক্লাব কাসেনী উপজেলা শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য আত্মত্যাগ কারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।