|
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্য মূল্যর উর্ধগতি সহনীয় রাখা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আব্দুল কাদের
|
|
মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
সারাদেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্য মূল্যর উর্ধগতি সহনীয় রাখা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ২০শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এর সভাপতিত্বে এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় সমাবেস অনুষ্ঠিত হয়েছে,। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল মিন্টু ভাইস চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল আলম সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ওয়ারেস আলী মামুন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আবু ওয়াহাব আকন্দ, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয়,নির্বাহী কমিটি, ডাঃ মাহবুবুর রহমান লিটন সদস্য বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আলমগীর মাহমুদ আলম, যুগ্ন আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি।এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার সহ, এবং বিএনপির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এই সরকার নির্বাচনের নামে টালবাহানা করছে। পালিয়ে যাওয়া সরকারের প্রেতাত্মাদের মুখোমুখি এই সরকার। সংস্কারের নামে ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না। তাই অবিলম্বে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিন্টু বলেন, আমরা চাই না, আপনারা (অন্তর্বর্তী সরকার) ব্যর্থ হোন। কিন্তু এখন পর্যন্ত আপনারা ব্যর্থতার পরিবর্তে সফল হবেন, এমন কোনো নমুনা দেখছি না। আমাদের সমর্থনে সরকার গঠন করে দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবেন, দেশের মানুষের অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র করবেন, সেটা বিএনপি কখনো মেনে নেবে না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মিন্টু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ধন-সম্পদ লুন্ঠন করেছে। সব ধরনের অধিকার হরণ করেছে। আর বিএনপি উদার দল। এই দল জনগণের অধিকার ফেরত দিয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বৈরাচারের কবল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। ‘৯০ সালে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়েছেন।
|
