|
কলাপাড়ায় সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার ছবক অনুষ্ঠিত।।
মো: এরশাদুল ইসলাম
|
|
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অবিশ্বাস্য সহজ পদ্ধতিতে ১৫ দিনে কুরআন শিক্ষার ৩য় কোর্সের প্রশিক্ষনার্থীদের কোরআন শিক্ষার ছবক অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪মার্চ) আসর নামাজ আদায় করে এ ছবক অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনার্থীদের ছবক পাঠ করান কলাপাড়া বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.ছাইদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, এতিমখানা পৌর জামে মসজিদের সভাপতি মো.মোতালেব হাওলাদার, পেশ ইমাম মাওলানা মো.নিজাম উদ্দিন। প্রশিক্ষক হাফেজ মাওলানা মো. কাওসার হোসাইন, কোর্সের উদ্দোক্তা মো.মাসুম খান প্রমুখ। এ সময় ৩৯ জন প্রশিক্ষনার্থীকে পবিত্র কোরআন শরীফ তুলে দেয়া হয়েছে। পরে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.ছাইদুর রহমান।
উল্লেখ্য পূর্ববর্তী দুই ব্যাচে যথাক্রমে ৪২ জন এবং ৩২জনসহ ৩টি ব্যাচে মোট ১১৩ জন প্রশিক্ষনার্থীকে ছবক প্রদান করা হয়েছে।
প্রশিক্ষক হাফেজ মাওলানা মো. কাওসার হোসাইন বলেন, এই এলাকার সন্তান হিসেবে দ্বায়িত্ববোধ থেকেই এই কাজে নিজেকে সম্পৃক্ত করেছি। এই কাজে মাসুম খান,ইমরান বিশ্বাস, শরিফ মো.কোয়েল, রুপক, তাসিন,জাহিদ এবং সোহেল আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষাটিকে আরও সহজ এবং সাবলীল করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
|
