মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে, গতকাল ১৯ এপ্রিল শনিবার সন্ধায় ত্রিশাল উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে পরিচিত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদি নির্মাণ শ্রমিকদল ত্রিশাল উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন মো: এরশাদ এর সঞ্চলনায় ও আহবায়ক শাহীন মিয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলেকচান দেওয়ান। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নুন ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা।এ সময় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলেরই অংশ। নির্মাণ শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান যখনই ডাক দিয়েছে তখনই শ্রমিকরা মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দোলন করেছে। এদেশে শুধুমাত্র বিএনপিই শ্রমিকদের মূল্যয়ন করে। তাই সবাই এক হয়ে দলকে ভালোবেসে শ্রমিকদের স্বার্থ আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।