|
বঙ্গোপসাগরে নিম্নচাপ,লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ
এস এম আওলাদ হোসেন।
|
|
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
নৌ বন্দরগুলোতে ৩ নং সতর্কতা সংকতে জারি করায় গতকাল মধ্যরাত থেকে বন্ধ রাখা হয়েছে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটের লঞ্চ ও ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে ভারি ও মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে। বুধবার মধ্যরাতে হালকা বৃষ্টি হলেও আজ বৃহস্পতিবার ভোর থেকে মেঘনার উপকূলীয় কমলনগর-রামগতিসহ জেলার ৫টি উপজেলায় মাঝারি ও ভারি বৃষ্টি হচ্ছে।
নৌ বন্দরগুলোতে ৩ নং সতর্কতা সংকতে জারি করায় গতকাল মধ্যরাত থেকে বন্ধ রাখা হয়েছে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটের লঞ্চ ও ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল। এতে সকালে লঞ্চ ও ফেরি না ছাড়ায় অনেক যাত্রী ভোগান্তিতে পড়ে এবং মালবাহী যানবাহন অপেক্ষমান রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ-এর লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ও ফেরিঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম।
এদিকে সকাল থেকে টানা বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুল-কলেজ ও অফিস-আদালতগামীসহ পেশাজীবীদের কর্মস্থলে যেতে বেগ পেতে হচ্ছে। বৃষ্টিপাতের কারণে হাটবাজারগুলোতেও মানুষের চলাচল কম দেখা গেছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া এ বৃষ্টি আগামী ১লা জুন পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর রামগতি আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সৌরভ হোসেন। তিনি জানান, গতকাল সকাল ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
লক্ষ্মীপুরে ১ নম্বর সতর্ক সংকেত চলছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এলাকাসমূহের নদীবন্দরগুলোতে ২ নং নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভবনা খুবই কম বলে জানিয়েছেন এ আবহাওয়া পর্যবেক্ষক।
|
