|
কলাপাড়ায় নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত।।
মো: এরশাদুল ইসলাম
|
|
, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, যুব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের প্রভাষক বাদল মাতুব্বর, মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদূর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো.সুলতান, মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি সালাম তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ, যুগ্ম আহবায়ক ও চাকামইয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান, যুগ্ম আহবায়ক মামুন সিকদার, জুয়েল সিকদার, নাসির উদ্দীন রতন, হারুন মাতুব্বর, লিটু বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো.হারুন,পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা, সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা, সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সদস্য সচিব রুহুল আমিন গাজী,উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফকরুল আলম,উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার,সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিমসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সবশেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি গাজী মো.ফারুক বলেন, কেন্দ্রীয় বিএনপির ঘোষণা মতে দিবসটি উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।২৬ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্যে হাজী হুমায়ুন সিকদার বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।
|
