|
ময়মনসিংহের ত্রিশালে হুইল চেয়ার বিতরণ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার
এনামুল হক
|
|
স্টাফ রিপোর্টার:-এনামুল হক রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহের উপপরিচালক রাজু আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। এর আগে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে উপজেলা সমাজসেবার অফিসের ব্যবস্থাপনায় পাঁচ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন অতিথিবৃন্দ। |
