|
কাশিয়ানীতে ৫ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধধংস করা হয়েছে।
দেশীয় প্রজাতিরর মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কাশিয়ানী উপজেলা মৎস্য অফিস।
আজ (২৫জুন)দুপুর ১ টার সময় কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ও শিংগা ইউনিয়নে অভিযান চালিয়ে এসব চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ১৪৭ টি চায়না দুয়ারি জাল উপজেলা চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৫ লক্ষ টাকা।
কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কাশিয়ানী উপজেলা হাতিয়াড়া ও শিংগা ইউনিয়নের খাল ও বিলে অভিযান চালিয়ে ১৪৭টি চায়ানা দুয়ারি জাল জব্দ করে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় মা -মাছ সহ জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য অধিদপ্তর সব সময়ই তৎপর ও আন্তরিক রয়েছে। বর্ষার শুরুতে চায়না জালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে মাইকিং ও অভিযান অব্যাহত রয়েছে । কিন্তু পবিত্র ঈদুল আজহাায় অফিস বন্ধ থাকায় কিছু অসাধু ব্যক্তি চায়না ও কারেন্ট জালে মাছ নিধনে মেতেছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত স্যারের সার্বিক সহযোগিতায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
|
