সময় নিউজ বিডিঃ গত ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সকল বই বিতরন করে আসছে।
প্রতিটা ১ম থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থী বছরের প্রথম দিন নতুন বছরের উপহার স্বরুপ পায় তার নতুন ক্লাসের এক সেট বই। বিনামূল্যে বই পেয়ে হাজারো শিক্ষার্থী বুকে হাজারো স্বপ্ন বোনে। যেন নতুন একটা পৃথিবী পায় দু হাতে।

বই বিতানের দিনটাতে এ খুশি নির্দিষ্ট করে রাখতে প্রতি বছর ১লা জানুয়ারি বই দিবস পালিত হয়ে আসছে। তবে করনা পরিস্থিতির কারনে সরকারি নির্দেশনায় গত ৭মাসে ক্লাসের মুখ দেখেনি শিক্ষার্থীরা।হয় নি বার্ষিক পরীক্ষাও।তাই নানান জল্পনা কল্পনার মধ্যে থাকে সাধারণ এই শিক্ষার্থীরা। তারা কি নতুন বছরের নির্ধারিত তারিখে বই পেতে যাচ্ছে? পেলেও কি ভাবে?পূর্ববর্তী বছরগুলোতে ইস্কুলে বই পৌঁছে যেত অক্টোবর বা নভেম্বরে। এবছর কিছু কিছু জায়গায় ডিসেম্বরের মাঝখানেও আসেনি।১লা জানুয়ারি দিনটাও ছিল শুক্রবার অর্থাৎ ছুটির দিন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সরকার ২০২১এর নতুন বই বিলে করে।তাই এ দিনটিতে বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মাঝে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পালিত হয় বই দিবস।শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন ক্লাসের নতুন বই।শিক্ষার্থীরা জানান করনা পরিস্থিতিতেও তারা নতুন বই পেয়ে অনেক খুশি।
সংবাদটি পঠিত হয়েছে: ৫৯