|
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামিকে সন্ত্রাসী লেখায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি
এস এম আওলাদ হোসেন
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামি ছোট কাউসারকে ‘সন্ত্রাসী’ লিখে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক তারেক মাহমুদকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিক তারেক মাহমুদের মুঠোফোনে কল দেন ছোট কাউসার। এ সময় তিনি বিভিন্ন চাপ প্রয়োগ ও মামলার হুমকি দেন।
তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছোট কাউসার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ছাত্রদল নেতা। তিনি ওমর ফারুক হত্যা মামলায় যাবজ্জীবন, মামুনুর রশীদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং আরও একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে হত্যাসহ এক ডজনের বেশি মামলা বিচারাধীন রয়েছে।
২০২৪ সালের ৭ আগস্ট প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার হয় ছোট কাউসার। যদিও পরবর্তীতে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বর্তমানে তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
গত বছরের ১৪ ডিসেম্বর দৈনিক খবরের কাগজ পত্রিকায় ‘লক্ষ্মীপুরে দাবড়ে বেড়াচ্ছে অর্ধশত সন্ত্রাসী বাহিনী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়— বর্তমানে পূর্বাঞ্চলে জিসান বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ছোট কাউসার। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধের অভিযোগ আনা হয়।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ছোট কাউসারের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করা সম্ভব হবে। সাংবাদিককে হুমকির বিষয়টিও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছোট কাউসার আহত হন। পরবর্তীতে ওই ঘটনার সংবাদে তার নামের পাশে ‘সন্ত্রাসী’ শব্দ ব্যবহার করায় সাংবাদিককে হুমকি দেন তিনি।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
|
